Career Career details

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Job Type : ফুল টাইম

Published : 01 February 2025

Deadline : 01 March 2025

Salary : ১২,০০০/-বার হাজার টাকা

Vacancy :

Job Location : ধামরাই

Job Description

"রুপসী উন্নয়ন সংস্থা" স্থানীয় পর্যায়ের একটি দ্রুত অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি অনুমোদিত (প্রাথঃ) অনুমোদন নং-৫৩.০৪.০০০০.০১০.৬০.০০১.২০২২-৩৪৫-২০২১০০৮৫৯। সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন দাতা সংস্থা সহ অন্যান্য অর্থায়নে পরিচালিত ঢাকা জেলার বেশ কিছু (ধামরাই, সাভার, আশুলিয়া) উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে আরো বেশ কিছু নতুন নতুন এলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কিছু সংখ্যক উদ্যোমী ও দক্ষ জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Key Responsibilities

অফিস পিয়নের প্রধান দায়িত্বসমূহ

১. অফিসের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা:

অফিসের প্রতিটি রুম, করিডোর, ওয়ার্কস্টেশন, কনফারেন্স রুম এবং টয়লেট নিয়মিত পরিষ্কার রাখা।

দরজা, জানালা, আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম (পাখা, এসি, কম্পিউটার ইত্যাদি) ধুলোমুক্ত রাখা।

ডাস্টবিন পরিষ্কার করে সময়মতো বর্জ্য নিষ্কাশন করা।

২. ফাইল ও ডকুমেন্ট পরিচালনা:

দাপ্তরিক নথিপত্র যথাযথভাবে নির্ধারিত স্থানে রাখা ও প্রয়োজনমতো সরবরাহ করা।

অফিসের বিভিন্ন বিভাগে ফাইল ও গুরুত্বপূর্ণ নথি পৌঁছে দেওয়া।

চিঠিপত্র, বিল, ইনভয়েস বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া।

৩. চা, কফি ও অতিথি আপ্যায়ন:

অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চা/কফি তৈরি ও সরবরাহ করা।

অতিথি বা দাতাসংস্থার প্রতিনিধি এলে যথাযথভাবে আপ্যায়নের ব্যবস্থা করা।

অফিসে মিটিং বা সভা থাকলে প্রয়োজনীয় জলখাবার সরবরাহ করা।

৪. ডাক ও কুরিয়ার সংক্রান্ত কাজ:

ডাকযোগে আসা ও পাঠানো চিঠিপত্র সংগ্রহ ও বিতরণ করা।

প্রয়োজনীয় কুরিয়ার বা পার্সেল নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া।

বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া বা সংগ্রহ করা।

৫. অফিস সরঞ্জাম ও উপকরণ সংরক্ষণ:

কলম, প্যাড, স্ট্যাপলার, কাগজ ইত্যাদির স্টক রাখা ও প্রয়োজনে সরবরাহ করা।

অফিসে ব্যবহৃত সামগ্রী ঠিকঠাকভাবে সংরক্ষণ ও তদারকি করা।

কম্পিউটার, প্রিন্টার বা অন্যান্য অফিস যন্ত্রপাতি নষ্ট হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিভাগকে জানানো।

৬. দায়িত্বশীলতা ও অফিসের নিয়ম মেনে চলা:

অফিসে সময়মতো উপস্থিত থাকা এবং সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া অতিরিক্ত দায়িত্ব পালন করা।

অফিসের গোপনীয় তথ্য সংরক্ষণ করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

Educational Qualifications

৮ম শ্রেণী/এসএসসি বয়স-১৮-৩২ বছর পর্যন্ত 

Job Requirment

সংস্থার কর্ম এলাকায় (অফিসে অবস্থান করে) কাজ করার মন মানসিকতা থাকতে হবে। 

Compensation & Other Benefits

বছরে ০২টি উৎসব ভাতা, লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা, পৌরসভা ভাতা, মোবাইল বিল, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্ম এলাকায় বিনা খরচে পুরুষ কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা ও নারী কর্মীদের জন্য মাসিক বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয়।


How To Apply

 আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফঠোকপি, সদ্য তোলা ০২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-র সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের কপি ও সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ৩০-০৯-২০২৫ ইং তারিখের মধ্যে-বরাবর, নির্বাহী পরিচালক, রুপসী উন্নয়ন সংস্থা, বি-৩৪, লেন-০৩, (আমিন মডেল টাউন) দক্ষিণপাড়া, ধামরাই, ঢাকা-এ ঠিকানায় ডাক/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রুপসী উন্নয়ন সংস্থা সর্ম্পকে জানতে সংস্থার ফেসবুক পেজ-রুপসী উন্নয়ন সংস্থা অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ওয়েব সাইট অথবা সংস্থার নিজস্ব ওয়েব সাইট-www.rusbd.org ভিজিট করুন। 

নিয়োগ পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক ও লিখিত পরিক্ষা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

eduact