Job Type : ফুল টাইম
Published : 01 February 2025
Deadline : 01 March 2025
Salary : সংস্থার বেতন কাঠামো অনুযায়ী
Vacancy : ১০
Job Location : ধামরাই
"রুপসী উন্নয়ন সংস্থা" স্থানীয় পর্যায়ের একটি দ্রুত অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি অনুমোদিত (প্রাথঃ) অনুমোদন নং-৫৩.০৪.০০০০.০১০.৬০.০০১.২০২২-৩৪৫-২০২১০০৮৫৯। সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন দাতা সংস্থা সহ অন্যান্য অর্থায়নে পরিচালিত ঢাকা জেলার বেশ কিছু (ধামরাই, সাভার, আশুলিয়া) উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে আরো বেশ কিছু নতুন নতুন এলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কিছু সংখ্যক উদ্যমী ও দক্ষ জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
একাউন্টস অফিসারের প্রধান দায়িত্বসমূহ:
১. হিসাব সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা
এনজিওর সকল আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ করা।
প্রকল্পভিত্তিক বাজেট প্রস্তুত ও ব্যবস্থাপনা করা।
ব্যাংক লেনদেন, নগদ বই (Cash Book) এবং খতিয়ান বই (Ledger) পরিচালনা করা।
২. বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন
প্রকল্পের বাজেট পরিকল্পনা করা ও তহবিল ব্যবস্থাপনা করা।
বাজেট অনুযায়ী ব্যয় পর্যবেক্ষণ ও সমন্বয় করা।
৩. রিপোর্ট তৈরি ও অডিটিং
মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক আর্থিক প্রতিবেদন তৈরি করা।
অভ্যন্তরীণ ও বহিরাগত অডিটের জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করা।
অনুদান প্রদানকারী সংস্থা ও সরকারি দপ্তরের জন্য নির্ধারিত আর্থিক প্রতিবেদন তৈরি করা।
৪. বেতন ব্যবস্থাপনা
কর্মীদের বেতন, ভাতা, ওভারটাইম এবং অন্যান্য সুবিধা হিসাব করা ও প্রদান করা।
আয়কর ও অন্যান্য কর্তন হিসাব করে পরিশোধ করা।
৫. ব্যাংক ও তহবিল ব্যবস্থাপনা
ব্যাংক হিসাব পরিচালনা করা ও ব্যালেন্স সমন্বয় করা।
ব্যাংক রিকনসিলিয়েশন (Bank Reconciliation) প্রস্তুত করা।
তহবিল ব্যবস্থাপনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ স্থানান্তর করা।
৬. চুক্তি ও বিল পরিশোধ
সরবরাহকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের অর্থ পরিশোধ করা।
চুক্তিভিত্তিক অর্থ লেনদেন তদারকি করা।
৭. আর্থিক নীতিমালা মেনে চলা
এনজিওর আর্থিক নীতিমালা ও আন্তর্জাতিক হিসাবরক্ষণ মানদণ্ড অনুসরণ করা।
দাতাসংস্থার নীতি ও সরকারি নিয়ম মেনে হিসাব পরিচালনা করা।
এইচএসসি/স্নাতক বয়স-১৮-৩২বছর পর্যন্ত
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি অনুমোদিত ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ একাউন্টিং সফ্টওয়্যার-এ অভিজ্ঞতা থাকতে হবে।
বছরে ০২টি উৎসব ভাতা, লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা, পৌরসভা ভাতা, মোবাইল বিল, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্ম এলাকায় বিনা খরচে পুরুষ কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা ও নারী কর্মীদের জন্য মাসিক বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয়। ০১ ও ০২ নং পদের জন্য মোটরসাইকেল চালনায় পারদর্শীসহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফঠোকপি, সদ্য তোলা ০২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-র সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের কপি ও সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ৩০-০৯-২০২৪ইং তারিখের মধ্যে-বরাবর, নির্বাহী পরিচালক, রুপসী উন্নয়ন সংস্থা, বি-৩৪, লেন-০৩, (আমিন মডেল টাউন) দক্ষিণপাড়া, ধামরাই, ঢাকা-এ ঠিকানায় ডাক/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রুপসী উন্নয়ন সংস্থা সর্ম্পকে জানতে সংস্থার ফেসবুক পেজ-রুপসী উন্নয়ন সংস্থা অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ওয়েব সাইট অথবা সংস্থার নিজস্ব ওয়েব সাইট-www.rusbd.org ভিজিট করুন।
নিয়োগ পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক ও লিখিত পরিক্ষা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফঠোকপি, সদ্য তোলা ০২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-র সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের কপি ও সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ৩০-০৯-২০২৪ইং তারিখের মধ্যে-বরাবর, নির্বাহী পরিচালক, রুপসী উন্নয়ন সংস্থা, বি-৩৪, লেন-০৩, (আমিন মডেল টাউন) দক্ষিণপাড়া, ধামরাই, ঢাকা-এ ঠিকানায় ডাক/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রুপসী উন্নয়ন সংস্থা সর্ম্পকে জানতে সংস্থার ফেসবুক পেজ-রুপসী উন্নয়ন সংস্থা অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ওয়েব সাইট অথবা সংস্থার নিজস্ব ওয়েব সাইট-www.rusbd.org ভিজিট করুন।