Career Career details

ফিল্ড অফিসার-গ্রেড-০০২

Job Type : ফুল টাইম

Published : 01 February 2025

Deadline : 01 March 2025

Salary : সংস্থার বেতন কাঠামো অনুযায়ী

Vacancy : ২৫

Job Location : ধামরাই

Job Description

"রুপসী উন্নয়ন সংস্থা" স্থানীয় পর্যায়ের একটি দ্রুত অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি অনুমোদিত (প্রাথঃ) অনুমোদন নং-৫৩.০৪.০০০০.০১০.৬০.০০১.২০২২-৩৪৫-২০২১০০৮৫৯। সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন দাতা সংস্থা সহ অন্যান্য অর্থায়নে পরিচালিত ঢাকা জেলার বেশ কিছু (ধামরাই, সাভার, আশুলিয়া) উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে আরো বেশ কিছু নতুন নতুন এলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কিছু সংখ্যক উদ্যোমী ও দক্ষ জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Key Responsibilities

ফিল্ড অফিসারের প্রধান দায়িত্বসমূহ:

প্রকল্প বাস্তবায়ন:


এনজিওর নীতিমালা ও নির্দেশনা অনুসারে প্রকল্প বাস্তবায়ন করা।

নির্ধারিত এলাকা বা অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা।

সুবিধাভোগীদের সাথে যোগাযোগ:


স্থানীয় জনগণের সাথে সরাসরি মিথস্ক্রিয়া করা।

সুবিধাভোগীদের প্রয়োজন ও সমস্যাগুলো বুঝে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো।

তদারকি ও মূল্যায়ন:


চলমান প্রকল্পগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা।

কাজের অগ্রগতি নিয়মিত মনিটরিং ও রিপোর্ট তৈরি করা।

প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি:


স্থানীয় জনগণের জন্য প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক সভা আয়োজন করা।

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন বা অন্যান্য বিষয় নিয়ে কমিউনিটিকে সচেতন করা।

ডকুমেন্টেশন ও রিপোর্টিং:


মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নিয়মিত রিপোর্ট তৈরি করা।

সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সমন্বয়:


স্থানীয় প্রশাসন, কমিউনিটি লিডার ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রক্ষা করা।

সমস্যা সমাধান ও চ্যালেঞ্জ মোকাবিলা:


মাঠ পর্যায়ে উদ্ভূত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা।

প্রকল্পের কার্যক্রমে আসা বাধাগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া।

Educational Qualifications

এইচএসসি/স্নাতক বয়স-১৮-৩২বছর পর্যন্ত 

Job Requirment

 পদের জন্য মোটরসাইকেল চালনায় পারদর্শীসহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফঠোকপি, সদ্য তোলা ০২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-র সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের কপি ও সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ৩০-০৯-২০২৪ইং তারিখের মধ্যে-বরাবর, নির্বাহী পরিচালক, রুপসী উন্নয়ন সংস্থা, বি-৩৪, লেন-০৩, (আমিন মডেল টাউন) দক্ষিণপাড়া, ধামরাই, ঢাকা-এ ঠিকানায় ডাক/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রুপসী উন্নয়ন সংস্থা সর্ম্পকে জানতে সংস্থার ফেসবুক পেজ-রুপসী উন্নয়ন সংস্থা অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ওয়েব সাইট অথবা সংস্থার নিজস্ব ওয়েব সাইট-www.rusbd.org ভিজিট করুন। 

Compensation & Other Benefits

বছরে ০২টি উৎসব ভাতা, লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা, পৌরসভা ভাতা, মোবাইল বিল, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্ম এলাকায় বিনা খরচে পুরুষ কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা ও নারী কর্মীদের জন্য মাসিক বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয়। ০১ ও ০২ নং পদের জন্য মোটরসাইকেল চালনায় পারদর্শীসহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফঠোকপি, সদ্য তোলা ০২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-র সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের কপি ও সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ৩০-০৯-২০২৪ইং তারিখের মধ্যে-বরাবর, নির্বাহী পরিচালক, রুপসী উন্নয়ন সংস্থা, বি-৩৪, লেন-০৩, (আমিন মডেল টাউন) দক্ষিণপাড়া, ধামরাই, ঢাকা-এ ঠিকানায় ডাক/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রুপসী উন্নয়ন সংস্থা সর্ম্পকে জানতে সংস্থার ফেসবুক পেজ-রুপসী উন্নয়ন সংস্থা অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ওয়েব সাইট অথবা সংস্থার নিজস্ব ওয়েব সাইট-www.rusbd.org ভিজিট করুন। 

নিয়োগ পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক ও লিখিত পরিক্ষা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 


How To Apply

 আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফঠোকপি, সদ্য তোলা ০২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-র সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের কপি ও সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ৩০-০৯-২০২৪ইং তারিখের মধ্যে-বরাবর, নির্বাহী পরিচালক, রুপসী উন্নয়ন সংস্থা, বি-৩৪, লেন-০৩, (আমিন মডেল টাউন) দক্ষিণপাড়া, ধামরাই, ঢাকা-এ ঠিকানায় ডাক/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রুপসী উন্নয়ন সংস্থা সর্ম্পকে জানতে সংস্থার ফেসবুক পেজ-রুপসী উন্নয়ন সংস্থা অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ওয়েব সাইট অথবা সংস্থার নিজস্ব ওয়েব সাইট-www.rusbd.org ভিজিট করুন। 

eduact