Job Type : Full-time
Published : 05 September 2024
Deadline : 30 September 2024
Salary : Negotiable
Vacancy : 50
Job Location : ধামরাই
রূপসী উন্নয়ন সংস্থা" স্থানীয় পর্যায়ের একটি দ্রুত অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি অনুমোদিত (প্রাথঃ) অনুমোদন নং-৫৩.০৪.০০০০.০১০.৬০.০০১.২০২২-৩৪৫-২০২১০০৮৫৯। সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন দাতা সংস্থা সহ অন্যান্য অর্থায়নে পরিচালিত ঢাকা জেলার বেশ কিছু (ধামরাই, সাভার, আশুলিয়া) উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে আরো বেশ কিছু নতুন নতুন এলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কিছু সংখ্যক উদ্যোমী ও দক্ষ জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।।
০১ ও ০২ নং পদের জন্য মোটরসাইকেল চালনায় পারদর্শীসহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
অন্যান্য সুবিধাদিঃ বছরে ০২টি উৎসব ভাতা, লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা, পৌরসভা ভাতা, মোবাইল বিল, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্ম এলাকায় বিনা খরচে পুরুষ কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা ও নারী কর্মীদের জন্য মাসিক বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয়
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফঠোকপি, সদ্য তোলা ০২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-র সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের কপি ও সচল মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ৩০-০৯-২০২৪ইং তারিখের মধ্যে-বরাবর, নির্বাহী পরিচালক, রুপসী উন্নয়ন সংস্থা, বি-৩৪, লেন-০৩, (আমিন মডেল টাউন) দক্ষিণপাড়া, ধামরাই, ঢাকা-এ ঠিকানায় ডাক/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রুপসী উন্নয়ন সংস্থা সর্ম্পকে জানতে সংস্থার ফেসবুক পেজ-রুপসী উন্নয়ন সংস্থা অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ওয়েব সাইট অথবা সংস্থার নিজস্ব ওয়েব সাইট- www.rusbd.org ভিজিট করুন। নিয়োগ পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক ও লিখিত পরিক্ষা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।